একবার অন্তত: নির্বাচনে দাঁড়াব
একমাত্র তোমার ভোটটি পাওয়ার লোভে
যদি ব্যালটে ‘ভালোবাসি’ বলে কোন সিল থাকে
গণণা শেষে বিজয়ী প্রার্থীও ঈর্ষায় জ্বলে পুড়ে মরবে
পরাজিত আমার ঠোঁটে অমলিত হাসি দেখে
Check Also
অথচ আমার তুমি ছাড়া কোন নেশা ছিলো না
এমন কোন সপ্তাহের স্মৃতি মনে পড়েনা যখন সপ্তাহান্তের কোন না কোন দিন তোমার বুকেই ঠাঁই …