তুমি আমি মূলত: পরষ্পরের কাছেই পড়ে থাকি

দ্বিধা রেখোনা মনে
ক্লান্তি শেষে চাঙ্গা আমি
ফিরবই তোমার কাছে
সাগর ছাড়া নদীর কি আর
ভিন্ন কোন গন্তব্য থাকে?

তৈরি থেকো, আসছে বসন্তে
ফের দেখা হবে বৈশাখী র্যালিতে
বর্ণলিখন কিংবা চিত্রাংকন প্রতিযোগিতায়,
চলতি পথে,বিতর্ক বা বৃত্তির আয়োজনেও,
পারতো টেক্সি থেকে উঁকিঝুঁকি দিও
যেনো চোখে চোখ পড়ার পুরনো শিহরন
এলোমেলো করে দেয়,ঠিক আগের মত।

দুরত্ব জানে,জানে পাড়া প্রতিবেশিও
জানে শহর,শহুরে চড়ুই পাখিও
হয়তো হাঁটি চলি ফিরি ঘুরি,কিন্তু
তুমি আমি মূলত: পরষ্পরের কাছেই পড়ে থাকি
পরষ্পরের জন্যই বাঁচি,বেঁচে আছি ।

Check Also

অথচ আমার তুমি ছাড়া কোন নেশা ছিলো না

এমন কোন সপ্তাহের স্মৃতি মনে পড়েনা যখন সপ্তাহান্তের কোন না কোন দিন তোমার বুকেই ঠাঁই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 + four =