ওরা কেউ না আমার
কোনদিন দেখেছি বলেও মনে পড়েনা
অথচ একই শহরের মানুষ আমরা
একই পথ,একই গাছের ছায়া,একই গলিপথেই
হেঁটেছি প্রতিদিন আমরা,পরষ্পরকে না চিনেও।
জেনারেশনের পার্থক্য হয়তো গড়ে দিয়েছে দুরত্ব !
কিন্তু এই অচেনা যুগল,অবুঝ তারুণ্য কী এক অদ্ভূতটানে
এলোমেলো করে দিয়েছে আমার একটি বিকেল !
বরাবরই আবেগি আমি,পাথুরে হৃদয় নিয়েও অশ্রু সজল
বুকের ভেতরটা যেনো ভেঙ্গে তছনছ মরুদ্যান
পাঁজরের হাড়গোড় যেনো আস্ত নেই একটিও
ওদের ছবির দিকে তাকালেই হাহাকার করে উঠে বুক
কিন্তু কেনো !!! ভালোবাসার বেদনা-কষ্ট বুঝি এমনই তীব্র !!
শোন পাগল, পুরো সমাজ,পুরো শহর,পুরো দেশ
সবাই তোদের বিপক্ষে হলেও
আমি আছি তোদের পক্ষে,থাকব আমৃত্যু
যদিও জানি, আর আমার থাকা না থাকার কোন মানে নেই !
প্রিয় তিন্নি,প্রিয় হিমেল
আর কোনদিন দেখা হবেনা আমাদের
যেমন দেখা হয়নি বেঁচে থেকেও।
তবুও যেখানেই থাকিস ভালো থাকিস,
শুধু জানিস চুপিচুপি
মানুষ মরে যায়,ভালোবাসা মরে নাহ্ !
ধর্ম আর সমাজের কী আর ক্ষমতা
তোদের ভালোবাসাকে হারিয়ে দেয়ার !
মরে গিয়েই বরং জিতে গেলি তোরা
জিতে গেলো পৃথিবীর তাবৎ ভালোবাসা !
ভালোবাসারা জিতে যাক,উড়ুক আদিগন্ত্য আকাশে,
যেখানে জাত ধর্মের দেয়াল ভেঙ্গে পড়ে তছনছ করে
মানুষের পৃথিবী গড়ার জন্য লড়ে মানুষ শেষাবধি ভালোবেসেই !