আমাকে বর্গা দিয়েছি সেই কবে
তোমার কাছে প্রিয়তমা
বর্গা প্রথা শেষ পৃথিবীতে
তবুও আমি ফেরত পাইনি আমাকে আর…
দাসত্ব নয়,ভালোবাসার ভূমি আইনে রেজিষ্ট্রি করা
আমার ভূখন্ডজুড়ে তোমার সবুজ চাষাবাদ
আমিও সুযোগে নিপূণ বুনে যাই
এ পৃথিবীর প্রাচীন সুখ,বিবরতা…..
বর্গায় কিংবা দখলে
পরষ্পরের ভূগোল জুড়ে আমাদের একচ্ছত্র মালিকানা
ফসলী জমিতে তুমুল বুননে ফলে প্রগাঢ় ভালোবাসা
দিনে দিনে ঋন বাড়ে,বাড়ে রক্ত-বীর্যের বিনিময়ও
ধীরে বাড়ে অনিবার্য পরিণতিও…..
শুধু
তোমার আমার হাতে হাত ধরে পথে
হাঁটা হয়না পরষ্পর পাশাপাশি
বলা হয়না চিৎকার করে-‘ ভালোবাসি’ !!!!!!