অথচ তুমিও বৃষ্টি হতে পারতে আজ !

এমন বৃষ্টি দিনে
ঝিরি ঝিরি কাঁপছে ভেজা পাতারাও
তুমিও নিজ বারান্দায় কেঁপে উঠছো
বারবার,শতবার
অথচ তুমিও বৃষ্টি হতে পারতে আজ !
স্পর্শে ও চুম্বনে শিহরিত হতে মুহুর্মুুহ
ঝাপটে ধরতে শক্তহাতে আলিঙ্গনে
প্রিয় শরীর প্রিয় মানুষটাকে
অথচ তুমি বৃষ্টি হলেনা
মেঘ হয়েই আজও উড়ছো
দূর আকাশে…দূরের..অনেক দূরের আকাশে।

Check Also

অথচ আমার তুমি ছাড়া কোন নেশা ছিলো না

এমন কোন সপ্তাহের স্মৃতি মনে পড়েনা যখন সপ্তাহান্তের কোন না কোন দিন তোমার বুকেই ঠাঁই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 5 =