এরপর সবকিছু সবরকম থেকে যাবে
আমার না থাকা জুড়ে থাকবে খাঁ খাঁ সমুদ্দুর,
সোনালী ডানার চিল উড়ে যাবে নিজস্ব অভিমানে,
আমাদের অনেক চাওয়া আর পাওয়া জুড়ে থাকবে
আগামী দিনের কোন ভোরের আকাশ ভর্তি,
নক্ষত্রেরও ভুল হয় মানুষের মত,
খসে পড়ে, পড়ে যেতে হয় নিজস্ব ভুলে
অথবা প্রকৃতির অবারিত নিয়মে।
আমরা যে যার মত
যে যার সব উজাড় করে খসে গেছি
আমাদের প্রেমজ আকাশ থেকে,
আলাদা আকাশ থেকে-
আলাদা জীবন থেকেও-
এখন স্বতন্ত্র দুঃখ হয়ে ফুটে আছি
যে যার আলাদা জীবনে।
Kobitar Date and time thakle bhalo lagto……………………….