বহুবছর আগেই খুন হয়েছি আমি
সেই খুনি ও খুনের স্মৃতি এখনো সতেজ আমার মনে
এখনো সেই সাহসী খুনির প্রতি ভালোবাসাটা অমলিন
এখনো মাঝরাতে আমার মৃত আত্মা হুহু করে কেঁদে উঠে
প্রিয় সেই খুনির শোকে!
বিশ্বাস না হলে আপনারা পরখ করে দেখতে পারেন,
বুকটা কাটাছেড়া করলেই দেখবেন
সেখানে এলোমেলো পড়ে আছে
খুনির ব্যবহৃত ছুরি,গ্লাভস,ফেলে যাওয়া দীর্ঘশ্বাস
আর এক টুকরো রক্তাক্ত মধ্যদুপুরের স্মৃতি!