বহু বছর আগেই খুন হয়েছি আমি !

বহুবছর আগেই খুন হয়েছি আমি
সেই খুনি ও খুনের স্মৃতি এখনো সতেজ আমার মনে
এখনো সেই সাহসী খুনির প্রতি ভালোবাসাটা অমলিন
এখনো মাঝরাতে আমার মৃত আত্মা হুহু করে কেঁদে উঠে
প্রিয় সেই খুনির শোকে!
বিশ্বাস না হলে আপনারা পরখ করে দেখতে পারেন,
বুকটা কাটাছেড়া করলেই দেখবেন
সেখানে এলোমেলো পড়ে আছে
খুনির ব্যবহৃত ছুরি,গ্লাভস,ফেলে যাওয়া দীর্ঘশ্বাস
আর এক টুকরো রক্তাক্ত মধ্যদুপুরের স্মৃতি!

 

Check Also

একটু কি মন খারাপ তোমার?

একটু কি মন খারাপ তোমার? জানি, করোনাক্রান্ত বিষন্ন সকাল কিংবা রাত কিছুটা হলেও কি বিবমিষায় …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − one =