পূর্বজন্মে আমার পূর্বপুরুষ
আদিবাসী ছিল কিনা জানিনা,
জানিনা ফুরমোন তাজিংডং এর
অববাহিকায় বসত ছিল কিনা তাদের
সবুজ পাহাড়ের নিবিঢ়তায়
আচ্ছন্ন ছিল কিনা তাদের অস্তিত্ব,
আর কোনদিনই হয়ত যাবেনা জানা
কারণ এ এখন কেবলই
প্রাগৌতিহাসিক পার্বত্য পুরাণের ইতিহাস।
আমার ভেতরে অথৈ নীল
জল কাদা মিলে মিশে একাকার
থিকথিকে কাদা জলে কেটে যায়
জাবর কাটা বৈরাগী সময়।
পাহাড়ে জুম চাষের স্বপ্ন বুনি
আমি মফস্বলের কবিয়াল,
আমার চেতনার সিঁড়িতে
চৌকাঠে জেগে উঠে
এক নতুন মানুষ-ভিন্ন আকাশ,
পিনন পড়া এক আদিবাসী বালিকা
আমূল বদলে দেয় আমাকে
আমার ভেতর জাগিয়ে তোলে
মানবিক সৌন্দর্যে আর আদিবাসী সত্ত্বা
ইতিহাস আর ভূগোল ঘেঁটে
জেনে যাই একদিন
পূর্বপুরুষের শংকর বীর্যে
মূখায়ব আমূল বদলে গেলেও-
মঙ্গোলীয় রক্তের উত্তরসুরী
এই আমিও আদিবাসী
পাহাড়ী জনপদের প্রাচীন নাগরিক।
Check Also
বহু বছর আগেই খুন হয়েছি আমি !
বহুবছর আগেই খুন হয়েছি আমি সেই খুনি ও খুনের স্মৃতি এখনো সতেজ আমার মনে এখনো …