এই দীর্ঘ দাহকালের তীব্র প্রতীক্ষা শুরুর আগে
সেই ছিলো শেষ দেখা আমাদের,
মুখোমুখি দাঁড়ানো পরস্পর,
তোমার সামনে সেদিন
কিছুটা পরাজিত নতজানু মস্তক,
সেই প্রথম তোমার সামনে দাঁড়াবার পর
চোখে ছিলোনা চেনা চাহনি,পরিচিত ভাষা
সেই প্রথম তোমার চোখে চোখ রাখার সাহস ছিলোনা,
ছিলোনা চোখে তীব্র আকুলতা কিংবা ভালোবাসাও।
শুধু নীচু মাথায়- ‘তুমি ভালো থেকো,সুখে থেকো’
বলেই ফিরেছি ফিরতি পথে,কোন অনুযোগ না শুনেই,
পাছে আমার চোখের জল তোমার চোখে পড়ে।
সেই প্রথম আমার কান্নাও স্পর্শ করেনি তোমায়
সেই শেষ চোখাচোখি পরস্পরের।
তারপর সেই দীর্ঘ দাহকাল,একাকী জীবন
সেই শুরু নি:সঙ্গ রাতের তারা গোণা
সেই শেষ আমাদের দেখা হওয়া,কূশল বিনিময়।
সেই থেকে আমার কাছে
ভালোবাসা মানেই একটুকরো অভিমান
রাতের পর রাত জাগা কান্না,চোখের জল
সেই থেকে ভালোবাসার প্রতি তীব্র ঘৃণা
আর অশ্রদ্ধা আমার।
তবুও বলতে দ্বিধা নেই,বলছিও তাই
আমার কাছে আজো,
ভালোবাসা মানেই তুমি
কষ্ট মানেও তুমি,কান্না মানেও তুমি
বেঁচে থাকা কিংবা একা হয়ে যাওয়া
মানেও শুধুই তুমি।
তোমার ভালো থাকা মানেই
আমার ভালোবাসা, আমার জিতে যাওয়া।