তুমিও মিথ্যুক, আমিও !

কত কথা ছিলো আমাদের
বিষন্ন বিকেল কিংবা সন্ধ্যায়
খা খা রোদ্দুরভেজা দুপুর কিংবা স্নিগ্ধ বিকেল
মুঠোফোনের চ্যাটবক্সে কিংবা হোয়াটসআপে
অথবা ঘন্টার পর ঘন্টা কানে ধরে রাখা ফোনে…….
কত কথা,কত গল্প,কত স্বপ্ন ছিলো আমাদের
তুমি বলতে, আমি শুনতাম
আমি বলতাম, তুমি শুনতে………..
অথচ
আজ
বহুদিন
পর
জানলাম
বুঝলাম
মানলাম
আমাদের কোন কিছুই সত্যি ছিলো নাহ্ !
আমাদের কোন গল্পই আদতে জীবনের গল্প নাহ্ !!
তুমি আমি আদতে কেউ কাউকে মিস করিনা !!!
আমি তুমি আসলে কেউ কারো কেউ নাহ্ !!!!
আসল সত্য হলো-
তুমিও মিথ্যুক, আমিও……..

…….ফজলে এলাহী
৫ ফেব্রুয়ারি-২০২০

Check Also

বহু বছর আগেই খুন হয়েছি আমি !

বহুবছর আগেই খুন হয়েছি আমি সেই খুনি ও খুনের স্মৃতি এখনো সতেজ আমার মনে এখনো …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − seven =