তোমায় মনে পড়েনা আর
শুধু মনে পড়ে তোমার সব স্মৃতি
রাতদিন খুনসুটি,মুগ্ধতা জাগানিয়া সব সময়
তোমার শরীরের নেশাতুর ঘ্রাণ
উশখুশ ধোঁয়া উড়া প্রেম
‘বাসিনা… বাসিনা’ সংলাপ,
ব্লক-আনব্লক লুকোচুরি খেলা
দারুন শব্দের নিপূণতায়
অভিমান অনুযোগের ফুলঝুড়ি
বড় বেশি মনে পড়ে
অথচ তোমাকে মনে পড়েনা
কী আশ্চর্য !
তবে কি ছেড়ে দিয়েই জিতে গেছি
একজন আমি !
যাকে হারতে দেখতে চাওনি তুমি কোনদিন
যারা হারার সম্ভাবনায়ও এলোমেলো হয়ে যেতে
যার নেপথ্যনায়িকা হয়েই বেঁচে ছিলে যুগ যুগান্তর
ভালোবাসা আর অনুপ্রেরণার অফুরান উৎস হয়ে
সেই অবাক বিস্ময়,মন কাড়া বোধ
তোমাকে ছেড়েও ঠিক ঠিক জিতে গেছে
তোমার মানুষটা !
তোমার মায়াবী মুগ্ধ জাদুকর !