আমাদের কৈশরের গান কিংবা গল্প,বেদনা কিংবা গোপন পক্ষপাত, কোনকিছুই পূর্ণতা পাবে না, অসাধারণ এক গায়কের ‘ভেজা লিরিক’ মাখা অজস্র গান ছাড়া……………সেই স্কুল পলাতক অভিমান ভেজা সময়ে, কিংবা কলেজবেলার মন খারাপের দাহকাল, একজন এন্ড্রু কিশোর’ই ছিলেন আমাদের ফেরারী বিকেলের শেষ আশ্রয়স্থল…….বিরহকালের অপরিহার্য গায়কও যে ছিলেন তিনিই……………নব্বই দশকজুড়ে রেডিও কিংবা টুইনওয়ানে বাজা ফিতার ক্যাসেটের গান মানেই তো তিনি………কি দরদ দিয়ে আমাদের বুকছিঁড়ে বের হওয়া বেদনাকে নিজ কন্ঠে সুরায়িত করতেন এই কন্ঠের জাদুকর !! এদেশের নানান প্রজন্মের লক্ষ কোটি কিশোর তরুনের বিষন্ন বিকেলের সঙ্গী ছিলো তার অদ্ভূত,মায়াজাগানিয়া,ঘুমঘোর
কি আশ্চর্য !! আমাদের অসংখ্য মন খারাপ বিকেলের হ্যামিলনের এই গানওয়ালা নিজেই ৬ জুলাই শেষ সন্ধ্যায়, ৬টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ! তবে কি আপনারও কিছুটা মন খারাপ ছিলো প্রিয় গায়ক ? না হলে আমাদের মন খারাপ বিকেলেগুলোয় সুরের দ্যোতনা ছড়িয়ে সঙ্গী হতেন যে আপনি, সেই আপনাকেও কেনো এমন বিষন্ন এক বিকেলেই চলে যেতে হবে,চিরতরে !!
ওপাড়ে ভালো থাকবেন,এন্ড্রু কিশোর….
( ৬ জুলাই-২০২০ তারিখের ফেসবুক পোস্ট)