‘এত্ত বোকা কেনো আপনি ?’

প্রায়ই বলতে তুমি আদুরে কন্ঠে
‘এত্ত বোকা আপনি….অথচ সবাই কত চালাক ভাবে !’
আমিও বোকা হাসিতে নির্বাক থাকতাম
যাতে ঠিক সম্মতি কিংবা অসম্মতি টের না পাও তুমি !
হু, একমাত্র তুমি ছাড়া আমাকে বোকা বলেনি কেউই কোনদিন,
কেউই বোঝেওনি,বাসেওনি ভালো তোমার মতো, এতটা সুতীব্র।

অথচ
আজ সেই বোকা লোকটিকে একা রেখে
তুমিও শিখে গেছো ধুরন্ধর ভালো থাকাথাকি
তোমার ভালো থাকা দেখেও ঈর্ষা হয়না
এককালের শুধুই তোমার ‘বোকা মানুষটি’র !

আমিও বারবার ওমন বোকা হতে চাই
আমিও চাই তোমার মতন কেউ বাসুক ভালো সুতীব্র সাহসে
ঝাপটে ধরে চুমোয় চুমোয় কাঁপিয়ে দিক পুরোটা শরীর
কানে মুখ রেখে ফিঁসফাঁস বলুক ‘এত্ত বোকা কেনো আপনি ?’

শোনো
এই জীবনের বোকা মানুষটা
পরের জনমেও বোকা হয়ে জন্মাতে চায়
বোকা হয়ে বাঁচতে চায়
শুধুই তোমার সৎ,সাহসী
আর নির্লোভ ভালোবাসার লোভে !

……………………….

ফজলে এলাহী
স্বপ্নবাড়ি
এডিসি হিল,তবলছড়ি
রাঙামাটি
১৩ ডিসেম্বর’২০১৮

Check Also

বহু বছর আগেই খুন হয়েছি আমি !

বহুবছর আগেই খুন হয়েছি আমি সেই খুনি ও খুনের স্মৃতি এখনো সতেজ আমার মনে এখনো …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 + eighteen =