একটু কি মন খারাপ তোমার?
জানি, করোনাক্রান্ত বিষন্ন সকাল কিংবা রাত
কিছুটা হলেও কি বিবমিষায় ভরিয়ে দিয়েছে
তোমার আমার প্রাত্যহিকতা,ঘুমের ব্যাকরণ,দিনলিপি
কিংবা ভালোবাসা আর মুগ্ধতার তুমুল সব মুহুর্ত!
কি আর করব বলো-
এমন ভয়াবহ মৃত্যুর মিছিল,ধেয়ে আসা অনিশ্চয়তা
সংকটে ফেলেছে,পৃথিবীর বহুপ্রেম-অপ্রেমকে
পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত,আকাশ কিংবা সাগর
যেখানেই আছে মানুষ,সেখানেই হামলে পড়েছে মৃত্যু,
ভয়ের ধাবমান শিখায় পুড়ে ছাই অনন্য মানুষজীবন!
একদিন,সব ভয় কেটে যাবে,তুমি-আমি বেঁচে থাকা
পৃথিবীতে, ফের মাথা তুলে দাঁড়াবে মানুষ,
আবার মুখর হবে পৃথিবী আকাংখিত জীবনযাপনে,
আমাদের বিষন্ন দিন শেষে আসবে হাসিমুখর দিন,
শুধু আমাদের অনাগত দিনগুলোতে আড্ডা-গল্প কিংবা গবেষনায়,
বারবার ফিরে ফিরে আসবে,
করোনাবন্দী এইসব মন খারাপের দিনগুলোর স্মৃতি,
বেঁচে থাকার জন্য অবিরাম যুদ্ধ,সব কাজ ফেলে ঘরে বসে থাকা,
আর প্রেমহীন এই বিষন্ন বেঁচে থাকা….
………………………………………..
ফজলে এলাহী, ০৯ এপ্রিল-২০২০
সকাল -৭.২০ মিনিট