…….একজন বোহেমিয়ান সন্যাসী

১.
কত কালের কত কথারা জমা
মচকানো শার্টের বুক পকেটে
কিছু কথা তোমার,তোদের
কিছু কিছু কথা আমারও খানিক
জমা কথারা তবুও উড়ে উড়ে যায়না
কোন ঘুমহীন জেগে থাকা প্রভাতে
যদিও নার্স জানেই না
কবিও ঘুমহীন আরো একটা রাতে!!
২.
অংক স্যারের মেয়ে, প্রাইভেটে অংক পড়ত
অন্য স্যারের কাছে,
যেভাবে পুরুষ বাহিরে প্রেমের নেয় পাঠ
প্রকৃত প্রেমের গার্হস্থ্য শিক্ষিকা ঘরে রেখে!!
৩.
যে রাত জাগেনা,জাগেনি কোনদিন
সে জানেই না রাতের গভীরতা
শোনেইনি কোনদিন রাতের কোরাস
রাতজাগা পাখিদের কান্না
তার সাথে রাতের গল্প করা
জীবনাভিধানেই মানা!!
৪.
সাবেক মানেই ঠুনকো আবেগ
মধ্যরাতের মন খারাপের গান
চলতি পথে না দেখার ভাণ করে
আলগোচে লুকানো চাপা অভিমান!!
৫.
আমি ঘুমাইনি মা,
জেগে আছি আরেকটা রাত
জানতে চেয়োনা,কেন!
অনি:শ্বেস কিছু আগুন
একান্ত আমার হয়েই থাক!!
……………………………………..
৩ জুন-২০২১,ভোর-৫.৪০ মি:,
স্বপ্নবাড়ি,রাঙামাটি

Check Also

বাড়ীর পাশে আরশীনগর : চেনা রেঙ্গুন-অচেনা ইয়াংগুন

সিদ্ধান্তটা সাহসীই ছিলো বৈকি, দুই প্রতিবেশী দেশের বৈরিতা আর ঘৃণার বাতাস যখন বেশ প্রবলভাবেই বহমান, …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five + 3 =