কোন বিখ্যাত মানুষ নই আমি……পার্বত্য রাঙামাটির সবুজ পাহাড়ের ধুলো মাটি কাদা গায়ে মেখেই বেড়ে উঠা…..বেড়ে উঠারকালে বিক্ষুদ্ধ সবুজ পাহাড়,অপরাজনীতি,জটিল ভূরাজনীতি,অধিকার এবং পাল্টাধিকার,টেরোরিজম-কাউন্টার টেরোরিজম,রক্ত,লাশ,জিঘাংসা………কদর্য সাম্প্রদায়িকতা,বর্বরতা দেখেছি কাছ থেকেই………….এই পাহাড় আমারো, এই সবুজ পাহাড়ই আমার জন্ম এবং মৃত্যুর ঠিকানা………….যদিও গুলিও করো, নিশ্চিত থাকো, লাশ এ মাটিতেই দাফন হবে,কুমিল্লা-নোয়াখালি-সিলেট কিংবা বরিশালে যাবে না……………সুতরাং এই মৃত্তিকার প্রতি দায়টা আমারও,যতটুকু তোমার………….না, সবুজ পাহাড়কে লিজ দেইনি কারো কাছে আমরা…………..যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যারা নিরাপরাধ একজন শিশু বা নারীকে ধর্ষন করে, যারা নির্বিচারে মানুষের বাড়ীতে আগুন দেয়, যারা তুলে নিয়ে গিয়ে মানুষ হত্যা করে, যারা বিপন্ন করে তোলে স্বাভাবিক জীবন…..যাদের অবৈধ অস্ত্রের কাছে জিম্মি মানুষ,যাদের জন্য পার্বত্য জনপদকে ক্রমশ: ঘৃণার জনপদে পরিণত হতে হয়, আমি তাদের ঘৃণা করি………….ঘৃণা করি….ঘৃণা করি…..
তাইতো আমার লড়াইয়া অবিরাম……..লেখায়,রেখায়,প্রতিবাদে…পথে পথে নির্মাণ করে যাই প্রতিরোধের দেয়াল………..