উৎসবের আড়ালেও বেদনা থাকে !

এমন কত উৎসবে অজস্র মানুষের ভীড়ে
তুমি আমি পরষ্পর ঠিক খুঁজে নিতাম দুজনকে
কত উচ্ছাস আর আবেগে থৈথৈ ছিলো পূজোর প্রতিটি দিন
পুরোটা বছরের প্রতীক্ষা ফুরতো মুগ্ধতায়, তোমাকে দেখার আনন্দে,
মুহুর্তের চোখাচোখির জন্য ছিলো দীর্ঘতর প্রতীক্ষা,
ছিলো বুকভরা উচ্ছাস,ভালোবাসা আর আবেগে থরথর
দুটি অভিন্ন হৃদয়,
হাজারো মানুষের প্রতিমা দর্শনের ভীড়ে
তুমিই ছিলে আমার চোখে মূর্তিমান জীবন্ত প্রতিমা !

আজ আবার ফিরে এসেছে পূজো
সেই মনকাড়া উৎসবের রঙে রঙিন পুরো শহর
রঙের ছটায় আলোকচ্ছোল দিনরাত
ছেলেবুড়ো সবাই মেতে থাকবে এ’কটা দিন

শুধু-তুমি আমি পরষ্পর
অনেক দূরে দূরে সড়ে সড়ে যেতে যেতে
গুমোট বাঁধা আশ্চর্য মেঘদল !
পুরনো সব পূজোর স্মৃতি
এখন শুধুুই দীর্ঘশ্বাস!
সমাজ সময় আর নিয়তির কাছে
হেরে গেছে দুটি দ্যুতিময় জীবন !

আমাদের আর কখনই কথা হবেনা
আমাদের আর কখনই দেখা হবে না
মুখোমুখি হওয়ার ন্যুনতম সম্ভাবনাও
এড়িয়ে যাবো দুজনে ভেজা চোখ নামিয়ে
যেনো কেউ বুঝতে না পারে
উৎসবের আড়ালেও বেদনা থাকে,হাহাকার থাকে
থাকে শহরজুড়ে কিংবদন্তী হয়ে উঠা
কোন কোন ভালোবাসার নীরবে হেরে যাওয়া !

Check Also

বহু বছর আগেই খুন হয়েছি আমি !

বহুবছর আগেই খুন হয়েছি আমি সেই খুনি ও খুনের স্মৃতি এখনো সতেজ আমার মনে এখনো …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − four =