বৃষ্টি এলেই কান্না করে মা
চঞ্চল মেয়েটা অস্থির করে পুরো বাড়ি
আবেগি মা নীরব পায়চারি করে
সম্পর্কের সমীকরণ খোঁজে কৌতুহলি কবি।
আহ্ মা, আহারে মেয়ে
এমন রক্তের টান কোথায় দেখেছে কে
আলভি আর আলভির মা’র গল্প
কজনই আর জেনেছে,কেইবা খুঁজেছে কবে !
বল দেখি আলভির মা
প্লিজ বলো তবে
আলভির বাবার চোখের ঘুম
পাখী হয়ে যায় উড়ে গেছে কবে।
মেয়েটা মায়ের বুকে
যদিও বাবাটা নেই পাশে
তবুও ভালোবাসারা ঠিক জমা থাকে
আলভীর মা’র কাছে।
আলভি’রা নেই,গল্পরা আছে
তবুও স্বপ্নরা থাকে বুকে
জীবন যদিও খাঁ খাঁ বিরাণ,তবুও
আলভি’র মায়েরা ভালোবাসা হয়ে বেঁচে থাকে।