fazlealahi

আমার বিষাদ ছুঁয়ে যাক তোমার আঙ্গিণা

আমার দিনান্তের বিষাদ ছুঁয়ে যাক তোমার আঙ্গিণা,
তোমার চোখের জলে ভিজে জুবুথুবু হোক বালিশ,
শ্রাবণের বৃষ্টি হঠাৎ এসে ভিজিয়ে দিক উঠোনে শুকোতে দেয়া তোমার ব্লাউজ,শাড়ী,সেমিজ,
শাড়ীর ভেজা আঁচলে প্রতিদিন মুখ মুছুক তোমার বর,
ক্লান্তিতে চোখ মুদে আসুক তোমার আমাদের স্মৃতির ভারে,
মধ্যরাতে অাকস্মিক ভাঙ্গুক ঘুম তোমার দু:স্বপ্নে,
পথ চলতে হঠাৎ বেখেয়ালে বিভোর হয়ে উষ্টা খাও,আহত হও সকাল বিকাল,
তোমাকে নিয়ে অপবাদ রটুক পুরো শহর জুড়ে,
তোমার দীঘল কালো চুল ঝরতে ঝরতে কমে আসুক,
চেহারার প্রাগৌতিহাসিক মায়া বিবর্ণ হোক বয়সের ভাড়ে,
শরীরের ভাঁজে ভাঁজে জমুক বয়সী কুৎসিত মেদ,
তোমাকে ভুল বুঝুক সবাই, সবাই করুক ঘৃণা,
কারণ,এখন আর তুমি,আমার কারো কেউ নাহ্!!

তোমার অভিশাপ বয়ে বেড়াই আমি
কিছুটা নাও আজ আমার অভিশাপও
অথচ আমাদের সব গল্পই
অন্যরকম হতে পারত!
অথবা তুমি আমি হতে পারতাম
আরো একটা পৃথক পৃথিবী!!

Check Also

বহু বছর আগেই খুন হয়েছি আমি !

বহুবছর আগেই খুন হয়েছি আমি সেই খুনি ও খুনের স্মৃতি এখনো সতেজ আমার মনে এখনো …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 + ten =