১.
ঘর থেকে বাইরে পা ফেলেই
ইতিউতি কাকে খোঁজো তুমি
উদ্বিগ্ন বিষন্ন চোখে ?
শত মানুষের ভীড়েও
কাকে দেখতে চাও তুমি মেয়ে ?
তুমি যাকে খুঁজছো
সে তো বহু আগেই তোমার শহর ছেড়েছে !
২.
ছোট শহরের দু:খরা বড় বড় হয়
বড় শহরের কষ্টরা টুকরো টুকরো হয় !
ছোট শহরের মানুষের বুকটা বড় স্পর্শকাতর
ক্ষুদ্র আঘাতও সইতে পারেনা !
তুলনায় বড় শহরের মানুষ মূলত: স্মৃতিকাতর
তুমুল নাগরিক আনন্দে থেকেও
পেছনে পেলে আসা গ্রাম ছাড়া সে ভালো থাকেনা !
৩.
তোমরা যাকে একদিন প্রেম বলে
পবিত্রতার ভাণে ফুরোমনের উচ্চতায় তুলেছো
বহুদিন পরের একদিন তাকে শুধুই শরীর জেনে
আমরাই ব্যাপক ঘৃণায় নর্দমায় ছুড়ে ফেলেছি !
৪.
যার তার সাথে যখন তখন যেকোন জায়গায়
সুযোগে বা নির্জনতায়
বিছানায় শুয়ে পড়াকেই কেউ কেউ
কিছুদিন প্রেম প্রেম বলে বেড়ায় !
তারপর……….খেলা শেষে তাদের
সাময়িক বিহ্বলতাও কেটে যায়
বহুল প্রচারিত কথিত প্রেমও
একদিন নীরবেই চুপচাপ মরে যায় !