আমাদের শতবর্ষী গোপন প্রেম
যেদিন প্রকাশ্যে এলো,
ঘোরলাগা কেটে যেদিন জনসম্মুখে
উঠলো ঝড় প্রবল আলোচনার,
সেই দিন থেকেই মূলত:
শুরু হয়েছিলো
নিখাঁত এক ভালোবাসার নিন্মগামিতা…
শরীরি মুগ্ধতাকে অতিক্রম করে
যদিও বরাবরের বিজয়ী হৃদয়,
অাচমকা ঝড়ে এলোমেলো,
তছনছ সব মুগ্ধ বিকেল দুপুর রাতের মৌনতা,
তবুও কোথায় যেনো কারো অনুপস্থিতির তীব্রতা
কুঁড়ে কুঁড়ে খেয়ে নি:শেষ করে দেয়,দুটি পৃথক জীবন
শুধু ভেতরে ডানা ঝাপটায় শতবছরের পুরনো
এক বারুদ দারুন দুরহ বিপুল প্রেম!
………ফজলে এলাহী, ২৪ জানুয়ারি-২০২০