এক বারুদ দারুন দুরহ বিপুল প্রেম!

আমাদের শতবর্ষী গোপন প্রেম
যেদিন প্রকাশ্যে এলো,
ঘোরলাগা কেটে যেদিন জনসম্মুখে
উঠলো ঝড় প্রবল আলোচনার,
সেই দিন থেকেই মূলত:
শুরু হয়েছিলো
নিখাঁত এক ভালোবাসার নিন্মগামিতা…

শরীরি মুগ্ধতাকে অতিক্রম করে
যদিও বরাবরের বিজয়ী হৃদয়,
অাচমকা ঝড়ে এলোমেলো,
তছনছ সব মুগ্ধ বিকেল দুপুর রাতের মৌনতা,
তবুও কোথায় যেনো কারো অনুপস্থিতির তীব্রতা
কুঁড়ে কুঁড়ে খেয়ে নি:শেষ করে দেয়,দুটি পৃথক জীবন
শুধু ভেতরে ডানা ঝাপটায় শতবছরের পুরনো
এক বারুদ দারুন দুরহ বিপুল প্রেম!

………ফজলে এলাহী, ২৪ জানুয়ারি-২০২০

Check Also

বহু বছর আগেই খুন হয়েছি আমি !

বহুবছর আগেই খুন হয়েছি আমি সেই খুনি ও খুনের স্মৃতি এখনো সতেজ আমার মনে এখনো …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × four =