আমিই তোমার ‘মেয়র’

এই হৃদয়হীন শহরে
আমিই তোমার ‘মেয়র’
তুমি ছাড়া আর কারো ভোট
লাগবেনা আমার!

‘চুমু’ ছাড়া আর কোন ঔষধের
খোঁজ জানা নেই আমার
যা দিয়ে মুক্তি মিলতে পারে
‘তুমি’ ভাইরাস থেকে !!

‘ভালোবাসা’ তখনই পরিপূর্ণ পরিতৃপ্ত
যখন আলিঙ্গনের সীমানা থামে
কাম শেষের ঘামে
স্যাঁতস্যাঁতে শরীরেই মেলে মুগ্ধতা..

….. ফজলে এলাহী, ৩১ জানুয়ারি-২০২০

Check Also

বহু বছর আগেই খুন হয়েছি আমি !

বহুবছর আগেই খুন হয়েছি আমি সেই খুনি ও খুনের স্মৃতি এখনো সতেজ আমার মনে এখনো …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × three =